ডিআইইউ’র আহত শিক্ষার্থীদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ

আপডেট: September 26, 2024 |
inbound1484655668865763014
print news

কালাম মুহাম্মদ, ডিআইইউ প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বেসরকারিবিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পাশাপাশি তাদের চিকিৎসার জন্য আর্থিক অনুদানও দেয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে প্রথম ধাপে ৮ শিক্ষার্থীর নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

inbound2845912633398859997

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্ট ২০২৪ইং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যারা গুরুতর আহত হয়েছেন তাদের শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যাওয়ার লক্ষ্যে ইউনিভার্সিটির কর্তৃপক্ষ তাদেরকে সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করেছেন।

পাশাপাশি তাদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আহত ৮ জন হলেন – সিএসই বিভাগের ৯৭ তম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের হোসেন, সিএসই বিভাগের ৬৬ তম ব্যাচের শিক্ষার্থী নুরুল আমিন রিফাত, সিএসই বিভাগের ৬৬ তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল মাহমুদ, সিভিল বিভাগের ২১ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ তারেক শাহরিয়ার, ইংরেজি বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলাম, অর্থনীতি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ হাবিব শেখ, সমাজবিজ্ঞান বিভাগের ২১ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন।

Share Now

এই বিভাগের আরও খবর