জয়পুরহাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব

আপডেট: October 3, 2024 |
inbound8535684171834672947
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পাঁচবিবি বাজার বারোয়ারি মন্দির, দক্ষিণ গোপালপুর আদিবাসী সর্বজনীন দুর্গা মন্দির, বাগজানা বাজার সর্বজনীন পূজা মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) আফজালুল ইসলাম, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ  কাওসার আলী।

পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা মন্ডপের নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

স্বেচ্ছাসেবীদের তালিকা ও জরুরী সেবার মোবাইল নাম্বারসমূহ মন্দিরের প্রকাশ্য স্থানে স্থাপন করার পরামর্শ প্রদান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর