জয়পুরহাটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

আপডেট: October 5, 2024 |
inbound9070012002944253421
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন  উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় শহরের কেন্দ্রীয় শহীদ শহীদ মিনার থেকে একটি  র‍্যলী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর’ র সভাপতিত্বে বক্তব্য দেন  ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, সহকারী কমিশনার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন, আয়েশা সিদ্দিকা তাওহীদা, জেলা শিক্ষক সমিতির সভাপতি আজিজুল হক, জেলা শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি শাহ আলম, রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হাকিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

আলোচনা সভায় শিক্ষকরা সকল বৈষম্য দূর করে বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠা গুলোকে করণের এক দফা  দাবী ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বারা বাড়ানো সহ অন্য দাবী করেন।

Share Now

এই বিভাগের আরও খবর