টেস্ট সিরিজে ভারতের পরাজয়ের জন্য গৌতম গম্ভীরের পদত্যাগ দাবী

আপডেট: October 27, 2024 |
boishakhinews 82
print news

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ এরইমধ্যে ২-০ তে হেরে বসেছে স্বাগতিক ভারত। তাতে দীর্ঘ ১ যুগ ঘরের মাটিতে টেস্ট সিরিজ না হারার কীর্তি ম্লান হয়ে গেছে রোহিত শার্মার দলের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও বড় ধাক্কা খেয়েছে দলটি। এই অবস্থার জন্য ভারতীয় সমর্থকদের একটা অংশ দায়ী করছেন কোচ গৌতম গম্ভীরকে। পদত্যাগের দাবিও জানাচ্ছেন তারা।

প্রথম টেস্টে কিউইদের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়েছিল ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে লড়াই করলেও হার এড়াতে পারেনি দলটি। দ্বিতীয় টেস্টেও একই হাল। কিউই স্পিনার মিচেল স্যান্টনার একাই ধসিয়ে দিয়েছেন ভারতের ব্যাটিং লাইনআপ। কখনো ইনিংসে তিন উইকেট শিকার করতে না পারা স্যান্টনার দুই ইনিংসে শিকার করেছেন ১৩ উইকেট। তার স্পিন বিষে কাবু ভারত। ম্যাচ হেরেছে ১১৩ রানের ব্যবধানে।

ভারতের এমন হারের পর সমর্থকরা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন গম্ভীরকে। সামাজিক যোগাযোগমাধ্যমে গম্ভীরকে নিয়ে করছেন নানারকম ট্রল। গম্ভীরের কোচিংয়েই সমস্যা দেখছেন তারা। আগের দুই কোচ রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনাও করছেন অনেকে।

হিটলারের ছবির আদলে গম্ভীরের ছবি এডিট করে অহংকারী কোচের পদত্যাগ দাবি করেছেন এক সমর্থক।

আরেকজন লিখেছেন, নিজের মতো করে সহকারী বেছে নিয়েছেন, সাপোর্ট স্টাফদের বাছাই করেছেন। জহির খানকে না নিয়ে বিদেশি কোচ নিয়েছেন নিজের পছন্দানুযায়ী। মোটা অংকের পারিশ্রমিকও নিচ্ছেন। নিজের চাহিদা মতো সব পাচ্ছেন। কিন্তু তার সময়ে সবচেয়ে বাজে ক্রিকেট খেলছে ভারত।

গম্ভীরকে নিয়ে হাইপ ও বর্তমান নিয়েও মজা করছেন অনেকে। কেউ কেউ আবার ভারতীয় দলের ক্রিকেটারদের মাথা কেটে বসিয়ে দিয়েছেন পাকিস্তানি ক্রিকেট দলের ছবিতে। কেউ বা আবার সাবেক দুই কোচের সঙ্গে গম্ভীরের ফারাক টেনে এনেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর