বগুড়ায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ০১


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ১০০ (একশত) ট্যাপেন্টাডল ট্যালেটসহ মোঃ জয় সরকার (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে বগুড়ার আদমদিঘী উপজেলাধীন বরবড়ীয়া হিন্দুপাড়া নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে জয় সরকারকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। সে নরেশ সরকারের ছেলে।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আদমদিঘী থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন,সোমবার রাতে নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে মাদক করবারি জয় সরকারকে নিষিদ্ধ ট্যাপেন্টাষ্ডল ট্যাবলেট বিক্রি করছিল, এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতারসহ ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে।
তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামী জয়ের বিরুদ্ধে থানায় মাাদক আইনে মামলা রুজু অন্তে দুপুরের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।