জামিন পেলেন নুসরাত ফারিয়া

আপডেট: May 20, 2025 |
inbound9078937233054860438
print news

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর ভাটারা থানায় হওয়া হত্যাচেষ্টা মামলায় অবশেষে জামিন পেয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

আজ মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

গত রোববার (১৮ মে) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওই সময় তার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

অভিনেত্রীকে আটকের পর ইমিগ্রেশন পুলিশ ভাটারা থানায় হস্তান্তর করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীকে রোববার বিকাল পাঁচ টায় ডিবি কার্যালয়ে নেয়া হয়। সেখানে শিক্ষার্থী এনামুল হকের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রীকে গ্রেপ্তার দেখানো হয়।

গতকাল সোমবার (১৯ মে) সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া কারাগারে আটক রাখার আবেদন করেন।

তার আবেদনের প্রেক্ষিতে অভিনেত্রীকে কারাগারা আটক রাখারা আদেশ দেয় ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তারের আদালত।

গত ২৮ এপ্রিল মাসে এনামুক হক নামের এক ব্যক্তি নুসরাত ফারিয়া সহ ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

ওই মামলায় অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচীসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতপরিচয় তিন-চার শজনকে ওই মামলায় আসামি করা হয়েছিল।

Share Now

এই বিভাগের আরও খবর