ঈদের ফিরতি যাত্রায় শেষ দিনের টিকিট বিক্রি আজ

আপডেট: June 5, 2025 |
inbound935239864943320472
print news

ঈদুল আজহা উপলক্ষে গ্রামে যাওয়া মানুষের ঢাকায় ফেরার সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার (৫ জুন) বিক্রি হবে এ ব্যবস্থার শেষ দিনের—অর্থাৎ ১৫ জুনের টিকিট।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট।

যাত্রীসেবায় স্বচ্ছতা আনতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

এর আগে ঈদের পরদিন (৯ জুন) থেকে শুরু করে ১৪ জুন পর্যন্ত প্রতিদিনের টিকিট ধাপে ধাপে বিক্রি করেছে রেলওয়ে।

৯ জুনের টিকিট বিক্রি হয় ৩০ মে

১০ জুনের টিকিট ৩১ মে

১১ জুনের টিকিট ১ জুন

১২ জুনের টিকিট ২ জুন

১৩ জুনের টিকিট ৩ জুন

এবং ১৪ জুনের টিকিট বিক্রি হয় ৪ জুন

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম অবশ্যই টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর