যেসব অঞ্চলে ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা

আপডেট: June 5, 2025 |
boishakhinews24.net 10
print news

আসন্ন পবিত্র ঈদুল আজহা আগামী শনিবার (৭ জুন) উদযাপিত হবে। ওইদিন দেশের বেশিরভাগ জায়গায় আবহাওয়া থাকবে শুষ্ক ও আরামদায়ক। তবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ঈদের বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, ঈদের দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঈদের দিন সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে ঈদের সকালটা কিছুটা আরামদায়ক হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হতে পারে।

ঈদের পরদিন রোববার (৮ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঈদের তৃতীয় দিন সোমবার (৯ জুন) একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় সারাদেশে তাপমাত্রা আবারও সামান্য বাড়তে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর