ঈদের পরই শুরু মুমিনুল-শান্তদের প্রস্তুতি ক্যাম্প

আপডেট: June 5, 2025 |
boishakhinews24.net 14
print news

আগামী ৭ জুন রোজ শনিবার সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আযহা। আর সেই ঈদ উপলক্ষ্যে জাতীয় দলের ক্রিকেটাররা রয়েছেন ছুটিতে। তবে আসন্ন ঈদ শেষে বেশিদিন ছুটি কাটাতে পারবেন না নাজমুল হোসেন শান্তরা। চলতি মাসের ১৭ তারিখ থেকেই যে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। সিরিজের শুরুতে থাকছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

আর সেই সিরিজ খেলতে ১৩ জুন দেশ ছাড়বে বাংলাদেশ দল। যদিও দেশ ছাড়ার আগে কয়েকদিনের অনুশীলন ক্যাম্প করবে টাইগাররা। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৯ জুন থেকে শুরু হবে এই অনুশীলন ক্যাম্প। শুরুর দিন থেকেই ক্রিকেটারদের সঙ্গে থাকবেন পুরো কোচিং স্টাফ।

গণমাধ্যমকে এমনটি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। এর আগে গতকাল টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে ইনজুরি কাটিয়ে প্রায় দুই বছর পর দলে ফিরেছেন এবাদত হোসেন। এছাড়া অধিনায়ক হিসেবে যথারীতি রয়েছেন নাজমুল হোসেন শান্ত।

একনজরে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

Share Now

এই বিভাগের আরও খবর