খাগড়াছড়িতে ইউপিডিএফের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি, অস্ত্র উদ্ধার

আপডেট: September 21, 2025 |
inbound7954768243789726109
print news

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জগাপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযান চলাকালীন ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের সঙ্গে গোলাগুলি হয়। অভিযানে ০৮ রাউন্ড গুলি, রাশিয়ান পিস্তল, রাইফেল, ম্যাগাজিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় পাহাড়ি সশস্ত্র দলের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনা করছে।

অভিযানের অংশ হিসাবে আজ সকালে টহল দল কর্তৃক এলাকার ইউপিডিএফ (মূল) দলের এক সন্দেহভাজন সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি কার্যক্রম পরিচালনাকালে পাড়াতে অবস্থানরত ১৫ থেকে ২০ জনের ইউপিডিএফের (মূল) একটি সশস্ত্র দলের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ওই এলাকা হতে ০৮ রাউন্ড গুলিসহ ০১টি রাশিয়ান পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, ০১টি ওয়াকিটকি সেট ও ইউনিফর্মসহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। কিন্তু এলাকার দুর্গমতার কারণে ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র দলটি পালিয়ে যেতে সক্ষম হয়। ওই ঘটনার সাথে জড়িত সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আইএসপিআর জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট সংক্ষেপে ইউপিডিএফ। বাংলাদেশেরপার্বত্য চট্টগ্রামে অবস্থিত একটি আঞ্চলিক রাজনৈতিক দল। চাকমারা এই দলের সংখ্যাগরিষ্ঠ জাতিগত গোষ্ঠী।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে একটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত পার্বত্য অঞ্চলের দাবি করে। ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় এক সম্মেলনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট প্রতিষ্ঠিত হয় ।

Share Now

এই বিভাগের আরও খবর