সারাদেশ টাঙ্গাইল যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৫৯ লাখ টাকা

আপডেট: June 5, 2025 |
boishakhinews24.net 15
print news

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ ও অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ধীরগতি ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার (৪ জুন) গভীর রাত থেকে শুরু হওয়া এ যানজট আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টা পর্যন্ত এ অবস্থা দেখা গেছে। যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে এলেঙ্গা হয়ে রাবনা বাইপাস পর্যন্ত ছাড়িয়ে যায়।

টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, অতিরিক্ত গাড়ির পাশাপাশি, দুর্ঘটনা ও রাস্তায় আনফিট গাড়ি বিকল হয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ চলছে।

এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ শরীফ বলেন, ‘বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে যাবে।’

এদিকে গরম ও যানজটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ঘরমুখো সাধারণ মানুষ। বিশেষ করে নারী ও শিশুরা।

আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ‘ঈদযাত্রাকে কেন্দ্র করে যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত) সেতু দিয়ে পারাপার হয়েছে ৫১ হাজার ৮৪৯টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা।’

উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৮৪৫টি যানবাহনের বিপরীতে আদায় হয়েছে এক কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা।

এ ছাড়া ঢাকামুখী ২১ হাজার ৪টি যানবাহনের বিপরীতে আদায় হয়েছে এক কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

আগের দিনের তুলনায় গতকাল বুধবার ১৮ হাজার ২৮৫টি বেশি যানবাহন পার হয়েছে। সেতুর উভয়পাশে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে ৪টি মোটরসাইকেলের জন্য আলাদা। এ ছাড়া এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত অংশটি সার্বক্ষণিক সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর