ইন্টারের নতুন কোচ ক্রিস্টিয়ান কিভু

আপডেট: June 7, 2025 |
boishakhinews24.net 24
print news

ইন্টার মিলানের ডাগআউটে বড় পরিবর্তন—দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন রোমানিয়ান সাবেক তারকা ফুটবলার ক্রিস্টিয়ান কিভু। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিশ্বস্ত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, কিভু ও ইন্টারের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।

আগেই গুঞ্জন ছিল, পিএসজির বিপক্ষে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারার পর ইন্টার কোচ সিমোনে ইনজাগির ক্লাব ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চুক্তির এক বছর বাকি থাকলেও সৌদি আরবের ক্লাব আল হিলালের আকর্ষণীয় প্রস্তাব তিনি ফিরিয়ে দিতে পারেননি। গতকাল আনুষ্ঠানিকভাবে ইনজাগি আল হিলালে যোগ দেওয়ার পরই তার বিদায়ের বিষয়টি চূড়ান্ত হয়।

তবে ইন্টারও পিছিয়ে থাকেনি। ইনজাগির সম্ভাব্য বিদায় মাথায় রেখে আগেভাগেই বিকল্প খুঁজতে শুরু করেছিল তারা। প্রায় এক মাস আগে ক্রিস্টিয়ান কিভুর সঙ্গে ইন্টারের যোগাযোগের খবর শোনা যায়, যা শেষ পর্যন্ত সত্যি হলো।

খেলোয়াড়ি জীবনে আয়াক্স, রোমা এবং ইন্টার মিলানের মতো ক্লাবে খেলা কিভু কোচিং ক্যারিয়ার শুরু করেন ইন্টারের বয়সভিত্তিক দলে। তিন বছর ক্লাবটির যুব দলে দায়িত্ব পালনের পর চলতি বছরের শুরুতে তিনি পারমার কোচের দায়িত্ব নেন। যদিও তার সঙ্গে পারমার চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত, ইন্টার এবার তাকে ফিরিয়ে এনে মূল দলের দায়িত্ব দিল।

এই নিয়োগ ইন্টারের ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Share Now

এই বিভাগের আরও খবর