ঈদের দ্বিতীয় দিনেও সারাদেশে চলছে পশু কোরবানি

আপডেট: June 8, 2025 |
boishakhinews24.net 28
print news

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির দৃশ্য দেখা গেছে।

শনিবার (৭ জুন) ঈদের প্রথম দিনে কসাই সংকট, সময়ের অভাব কিংবা অতিরিক্ত চাপের কারণে যারা কোরবানি করতে পারেননি, তারা রোববার (৮ জুন) পশু কোরবানি করছেন।

বিশেষ করে পুরান ঢাকা, লালবাগ, টিকাটুলী, মুগদা ও বাসাবো এলাকায় সকাল থেকেই পশু জবাই ও মাংস প্রক্রিয়াকরণের দৃশ্য চোখে পড়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন বলছে, ঈদের প্রথম দিন শহরব্যাপী বর্জ্য অপসারণ কার্যক্রম রাতের মধ্যেই শেষ হয়েছে। তবে দ্বিতীয় দিনেও তারা নির্দ্বিধায় কাজ চালিয়ে যাচ্ছে, যাতে নাগরিকরা সুবিধামতো সময়ে কোরবানি দিতে পারেন।

ঢাকা উত্তরে প্রশাসক জানান, গতকাল উঠা প্রায় ৮৫ শতাংশ বর্জ্য ইতিমধ্যে অপসারিত হয়েছে; ঢাকাবাসীদের স্বাচ্ছন্দ্যের জন্য আজ ও আগামী দুই দিন পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। ঢাকা দক্ষিণের পক্ষ থেকেও ৭৫টি ওয়ার্ডে এক লাখ ৩৩ হাজার ৩১৭টি কোরবানি হয়েছে; প্রায় ১২ হাজার টন বর্জ্য ইতোমধ্যেই ডাম্পে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, প্রথম দিনে কসাই না পাওয়ায় বা খুব ভিড়ে চাপ অনুভব করে তারা দ্বিতীয় দিনই কোরবানি করছেন।

Share Now

এই বিভাগের আরও খবর