বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ নিয়ে সেনাবাহিনী

আপডেট: June 8, 2025 |
boishakhinews24.net 29
print news

টানা ভারি বর্ষণে সিলেট অঞ্চলের অনেক এলাকা প্লাবিত হওয়ায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিগলবাগ ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ আশ্রয় নিয়েছেন স্থানীয় বিদ্যালয়ে।

ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৭ জুন) বানিয়াচং, হবিগঞ্জ আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনী ৩৪ জন সনাতন ধর্মাবলম্বীসহ মোট ১২০ জন বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার বিতরণ করে।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে ১৭ পদাতিক ডিভিশনের এই মানবিক উদ্যোগ নেয়া হয়।

সেনাবাহিনী জানিয়েছে, এটি শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, বরং জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ও সহমর্মিতার প্রতীক।

Share Now

এই বিভাগের আরও খবর