বগুড়ায় কিশোরী মেয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় বাবাকে পিটিয়ে হত্যা


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় কিশোরী মেয়েকে বিয়ে করতে না পারায় মেয়ের বাবা রিক্সারচালক শাকিল আহম্মেদ (৪০) কে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে।
১৪ জুন (শনিবার) দুপুরে বগুড়া জেলা শহরের ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীর ঘাটে এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে।
এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই হত্যার অভিযোগে অভিযুক্ত বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক জিতু ইসলাম ও মতিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জিতু চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে আনুমানিক ৪টি মামলা রয়েছে।
নিহত শাকিল আহম্মেদ, বগুড়া শহরের শিববাটি শাহি মসজিদ এলাকার সাজুর ছেলে।তিনি ওই এলাকায় জৈনক রানার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন।
বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আসলাম আলী এসব তথ্য নিশিত করেন।
নিহতের স্বজনরা জানান,বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু বেশ কিছুদিন থেকে শাকিলের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়।
এতে রাজি না হওয়ায় শাকিলের সাথে বিরোধের সৃষ্টি হয় জিতুর। এনিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।
তারই জের ধরে ১৪ জুন শনিবার বেলা আনুমানিক সাড়ে ১১টায় জিতুসহ তার সহযোগীরা শাকিলের বাড়িতে হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করে।
একপর্যায়ে শাকিল তার বাড়ি থেকে সটকে করতোয়া তার বোনের বাড়িতে আশ্রয় নেয়।
এদিকে জিতু তার দলবল নিয়ে দুপুরে শাকিলকে তার বোনের বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক মারপিট করে নদীর ঘাটে ফেলে রেখে যায়।
পরে স্হানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করেন।বিকেল সাড়ে ৫টার দিকে সেখানের তার মৃত্য হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির জানান,শাকিলের ১৪ বছর বয়সী মেয়েকে বিয়ে করতে চায় জিতু।কিন্তু মেয়ের বাবা শাকিল বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
ওই দ্বন্দ্বের জের ধরে শনিবার বেলা ১২ টায় জিতু ৪ থেকে ৫টি মোটরসাইকেল করে বেশ কয়েকজন গিয়ে শাকিলকে তুলে এনে মারপিট করে।পরে তারা মুমূর্ষ অবস্থায় শাকিলকে ছিনতাইকারী হিসাবে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য পায়তারা করছিলো।
পুলিশ ঘটনা বুঝতে পেরে তাদের জিম্মায় না নিয়ে, তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।
হাসপাতালে ভর্তির পর শাকিলের মৃত্যু হয়। এ ঘটনায় জিতু ও মতিনসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে।