রাতেই ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

আপডেট: June 17, 2025 |
inbound2796149584578966831
print news

রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৮টি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ জুন) রাতে প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

যেসব অঞ্চল ঝড়ের আওতায় পড়তে পারে সেগুলো হলো: রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।

আবহাওয়া অধিদপ্তর এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে।

Share Now

এই বিভাগের আরও খবর