জেনে নিন রোববারের রাশিফল

আপডেট: July 6, 2025 |
inbound5939881265242218833
print news

আজ কেমন যাবে স্বাস্থ্য, কেমন থাকবে মানসিক অবস্থা, চলুন জেনে নেয়া যাক আজকের রাশিফল।

মেষ রাশি:

আর্থিক দিক আজ মজবুত। ভাই-বোনের সহায়তা পাবেন। গাড়ি কেনার যোগ রয়েছে। আধ্যাত্মিক চেতনায় মনোযোগ আসবে। বিয়ের আলোচনা এগোতে পারে। তবে ব্যবসায় বিনিয়োগের আগে সাবধানতা জরুরি।

বৃষ রাশি

চর্ম ও হৃদরোগে ভোগার সম্ভাবনা। বন্ধুরা সামনে সদয় হলেও আড়ালে শত্রুতা করতে পারে। যানবাহন ও সন্তানের স্বাস্থ্য নিয়ে সাবধান থাকুন। ঋণ ও আইনি সমস্যায় পড়ার আশঙ্কা আছে।

মিথুন রাশি

কৌশলে পারিবারিক বিরোধ মেটাতে পারবেন। পুরনো প্রেমের সম্পর্ক ফিরে আসতে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে, তবে আগুন ও দূর্ঘটনা থেকে সতর্ক থাকুন।

কর্কট রাশি

বিবাদপূর্ণ বিষয়ে আজ না জড়ানোই ভালো। বন্ধু থেকে সহায়তা পেতে পারেন। যানবাহনের সমস্যা ও সন্তানের উদ্বেগে দিন কেটে যেতে পারে। অপ্রয়োজনীয় খরচ বাড়বে।

সিংহ রাশি

জীবনের জটিল সমস্যার সমাধান মিলবে। আর্থিক দিক থেকে অনুকূল দিন। সুখবর পেতে পারেন। দাম্পত্যে শান্তি ফিরবে। ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত ব্যবসায় লাভ হবে।

কন্যা রাশি

অংশীদারি ব্যবসায় জটিলতা বাড়বে। বিয়েতে সাময়িক বাধা আসতে পারে। শরীরের যত্ন নিন, রক্তপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুর কাছ থেকে সহায়তা পাওয়া যেতে পারে।

তুলা রাশি

চুক্তিভিত্তিক কাজ ও দালালিতে লাভবান হতে পারেন। কর্মস্থলে চাপ বাড়বে। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। উত্তরাধিকারসূত্রে লাভের সম্ভাবনা আছে। ব্যয়ের দিকে সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি

অর্থের অপচয় ও কর্মস্থলে বেফাঁস মন্তব্যে বিপদ ডেকে আনতে পারে। বন্ধুর কারণে আর্থিক ক্ষতি হতে পারে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়বে। ভ্রমণে সমস্যা দেখা দিতে পারে।

ধনু রাশি

সামান্য অসুস্থতা ছাড়া বড় কোনো সমস্যা নেই। উপকারী বন্ধুর সহায়তা পেতে পারেন। দূরভ্রমণের সম্ভাবনা রয়েছে। সুনামহানির ঝুঁকি আছে। পর্যটনের ব্যবসায় লাভ এবং গাড়ি কেনার সম্ভাবনা।

মকর রাশি

সামাজিক খাতে ব্যয় হবে। বাবার স্বাস্থ্যের অবনতি চিন্তার কারণ হতে পারে। দাম্পত্যে সম্পর্কের উন্নতি হবে। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি

জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। বৈষয়িক কারণে খরচ বাড়বে। বিয়ের পথে বাধা আসতে পারে। অর্থ সাহায্য করা থেকে বিরত থাকুন। হাড়ে আঘাত লাগার আশঙ্কা রয়েছে।

মীন রাশি

ব্যবসায় নতুন প্রকল্পে লাভের সম্ভাবনা। সঞ্চয় বাড়বে, তবে মানসিক দুশ্চিন্তা পিছু ছাড়বে না। আইনি সমস্যার সম্ভাবনা থাকায় সচেতন থাকুন। দাম্পত্যে মতপার্থক্য দেখা দিতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর