তানভীরের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় ফিরল বাংলাদেশ

আপডেট: July 6, 2025 |
inbound7963046609042321117
print news

বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামের ঘূর্ণিতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতা ফেরাল সফরকারী বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১৬ রানে শ্রীলংকাকে হারিয়েছে। বল হাতে ৩৯ রানে ৫ উইকেট নেন তানভীর। এই জয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে দশম থেকে নবম স্থানে উঠেছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচ ৭৭ রানে হেরেছিল টাইগাররা। ফলে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৭ রান করে আউট হন ওপেনার তানজিদ হাসান। আগের ম্যাচে ৬২ রান করেছিলেন তিনি।
এরপর ৫৫ বলে ৬৩ রানের জুটি গড়েন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। জুটিতে ১৪ রান অবদান রেখে সাজঘরে ফেরেন শান্ত।

দলের রানের চাকা সচল রেখে ৪৬ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন ইমন। হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করার চেষ্টা করলেও ৬৭ রানে স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার বলে বোল্ড আউট হন তিনি। ৬৯ বলের ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা মারেন ইমন।

দলীয় ১১০ রানে ইমন আউট হবার পর মিডল অর্ডারে সুবিধা করতে পারেননি অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও শামীম হোসেন। মিরাজ ৯ ও শামীম ২২ রানে আউট হন।

ষষ্ঠ উইকেটে ৪৫ রানের জুটিতে বাংলাদেশের রান ২শ’ পার করেন তাওহিদ হৃদয় ও জাকের আলি। ২৪ রান করা জাকেরকে আউট করে জুটি ভাঙ্গেন পেসার আসিথা ফার্নান্দো।

জাকের ফেরার পর ওয়ানডেতে অষ্টম হাফ-সেঞ্চুরির দেখা পান হৃদয়। তবে ১ বল পরই রান আউটের ফাঁদে পড়েন তিনি। ২ চারে ৬৯ বলে ৫১ রান করেন হৃদয়।

দলীয় ২১২ রানে সপ্তম ব্যাটার হিসেবে হৃদয় ফেরার পর বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দিয়েছেন তানজিম হাসান। তারপরও ২৫ বল বাকী থাকতে ২৪৮ রানে অলআউট হয় টাইগাররা। ২টি করে চার-ছক্কায় ২১ বলে ৩৩ রান তুলে অপরাজিত থাকেন তানজিম।

শ্রীলংকার আসিথা ৪টি ও হাসারাঙ্গা ৩ উইকেট নেন।

জবাব দিতে নেমে উইকেট হারালেও তিন নম্বরে নামা কুশল মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে ৯ ওভারে ৭৪ রান পেয়ে যায় শ্রীলংকা। মাত্র ২০ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৩৪তম হাফ-সেঞ্চুরি তুলে নেন কুশল। এসময় ওপেনার নিশান মাধুশকার সাথে ৪৫ বলে ৬৯ রান যোগ করেন তিনি।

দশম ওভারে মাধুশকাকে ১৭ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন স্পিনার তানভীর ইসলাম। মাধুশকাকে শিকারের পর স্পিন বিষে শ্রীলংকার মিডল অর্ডারে ধস নামা তানভীর। ৯ চার ও ১ ছক্কায় ৩১ বলে ৫৬ রান করা কুশলকে, কামিন্দু মেন্ডিসকে ৩৩ রানে, দুনিথ ওয়েলালাগেকে ১ রানে ও মহেশ থিকশানাকে ২ রানে শিকার করেন তিনি।

এর মাধ্যমে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই ইনিংসে ৫ উইকেটের দেখা পান তানভীর।

তানভীরের ঘূর্ণিতে ১৭০ রানে ৮ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে শ্রীলংকা। কিন্তু নবম উইকেটে ৫৩ বলে ৫৮ রানের জুটিতে শ্রীলংকাকে লড়াইয়ে ফেরান জানিথ লিয়ানাগে ও দুসমন্থ চামিরা। এরমধ্যে লিয়ানাগের অবদান ছিল ২৪ বলে ৪৪ রান।

দলীয় ২২৮ রানে লিয়ানাগেকে থামিয়ে বাংলাদেশের জয়ের পথ তৈরি করেন মুস্তাফিজুর রহমান। ৭ চার ও ২ ছক্কায় ৮৫ বলে ৭৮ রান করেন লিয়ানাগে।

৪৯তম ওভারে শ্রীলংকার শেষ ব্যাটার চামিরাকে ১৩ রানে বোল্ড করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন পেসার তানজিম। ২৩২ রানে গুটিয়ে যায় শ্রীলংকা।

বাংলাদেশের তানভীর ৩৯ রানে ৫ উইকেট নেন। এছাড়া তানজিম ২টি, মুস্তাফিজ-মিরাজ ও শামীম ১টি করে উইকেট নেন।

আগামী ৮ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে দু’দল।

Share Now

এই বিভাগের আরও খবর