হাসিনা-কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

আপডেট: August 17, 2025 |
inbound5225449056903111373
print news

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আজ এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।

আগের দিনে, ৬ আগস্ট তৃতীয় দিনের সাক্ষ্য-জেরা শেষ হয়। প্রত্যক্ষদর্শী হিসেবে দুজন সাক্ষী—রিনা মুর্মু ও একেএম মঈনুল হক—তাদের জবানবন্দি দেন। এখন পর্যন্ত এই মামলায় পাঁচজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

মামলার আনুষ্ঠানিক অভিযোগ ১০ জুলাই দায়ের করা হয় এবং সেই দিনই বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

আজ একই সঙ্গে রামপুরা, মোহাম্মদপুর ও আশুলিয়ার আরও তিনটি মামলায় ১৫ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর