নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে উন্নত চিকিৎসার আশ্বাস

আপডেট: August 31, 2025 |
inbound6601856821156506405
print news

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 

রোববার (৩১ আগস্ট) সকালে গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

অবহিত করা হয়েছে, সকাল ১০টায় রাষ্ট্রপতি ফোন করে নুরুল হক নুরের শারীরিক অবস্থা জেনে নেন। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাষ্ট্রপতি নুরের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তাঁর ওপর হওয়া হামলার ঘটনায় গভীর দুঃখ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথাও বলেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এই সংঘর্ষে নুরুল হক নুর ও দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনী দু’পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

রাষ্ট্রপতির পদক্ষেপকে আহত নুরের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা বিষয়ক সতর্কতাও বৃদ্ধি করবে।

Share Now

এই বিভাগের আরও খবর