বগুড়ায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামী বাছেদ গ্রেফতার

আপডেট: September 8, 2025 |
inbound8905883046829344383
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া, র‍্যব-১২ এর অভিযানে জেলার সদর থানাধীন মাটিঢালী মোড় এলাকা হতে রফিকুল ইসলাম হত্যা মামলার মামলার এজাহার নামীয় ০৪নং পলাতক আসামি মোঃ বাছেদ (৪৫)- কে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার এর ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি।

র‍্যাব অফিস সূত্রে জানা যায়,০৬ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালী বিমান মোড় থেকে পূর্ব দিকে জনৈক হানটুর ঢালাই ফ্যাক্টরির সমনে রাস্তার উপর রফিকুল ইসলাম, পিতা-আলহাজ্ব হাসেন আলী শেখ, সাং-শাখারিয়া নামাবালা, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া’কে এজাহার নামীয় আসামীগণ পূর্ব শত্রুতার জের ধরিয়া দেশীয় অস্ত্র দ্বারা গুরুত্বর যখম করে হত্যা করে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের মেয়ে বাদীনি হয়ে সদর থানায় পঁচজন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত মামলার প্রেক্ষিতে র‌্যাব-১২, বগুড়া আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার সদর থানাধীন মাটিঢালী মোড় এলাকায় উল্লিখিত হত্যা মামলার এজাহার নামীয় ০৪ নং পলাতক আসামী মোঃ বাছেদ অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, এর অভিযানিক দল ০৮ সেপ্টেম্বর (সোমবার) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বগুড়া জেলার সদর থানাধীন মাটিঢালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রফিকুল ইসলাম হত্যা মামলার এজাহার নামীয় ০৪ নং পলাতক আসামী মোঃ বাছেদ (৪৫)- কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী রফিকুল ইসলাম বগুড়া জেলার সদর থানার সাখারিয়া (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত- জমশের আলীর ছেলে।

র‍্যাব-১২, বগুড়ার ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর