নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে র‌্যাপার বালেন্দ্রকে পছন্দ করেছে জেন-জি সকলে ।

আপডেট: September 10, 2025 |
fdfdsfsd
print news

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিক্ষোভের মুখে পদত্যাগ করলেও নেপালে রাজনৈতিক অস্থিরতা এখন তুঙ্গে। এখন একজন নতুন নেতার দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা। আর তাদের মতে, বালেন্দ্র শাহকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা উচিত।

বালেন্দ্র শাহ কাঠমান্ডুর মেয়র এবং একজন স্বাধীন রাজনৈতিক নেতা। তিনি শুধু রাজনীতি করেন না, বরং একজন র‍্যাপার, সঙ্গীতশিল্পী, কবি হিসেবেও পরিচিত। জনপ্রিয়তার কারণে বিক্ষোভকারীরা তাকে নতুন নেতা হিসেবে দেখতে চাইছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

প্রেসিডেন্ট ভবন এবং ওলির বাসভবনের আশপাশে আগুন ও ভাঙচুর চালানো হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। কয়েকটি স্থানে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর ওপর পাথর ছুঁড়েছে বলেও অভিযোগ উঠেছে।

সোমবার ও মঙ্গলবার পর্যন্ত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছিল, ওলি পদত্যাগ করবেন না। তবে টানা বিক্ষোভ এবং জনগণের চাপের মুখে তাকে পদত্যাগ করেছেন তিনি।

অনেকের দাবি, এখন পুরো নেপাল বালেন্দ্র শাহ’র সম্ভাব্য নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। তিনি কি সত্যিই নেপালের ভবিষ্যৎ নেতা হবেন? – এ নিয়ে জোর আলোচনা চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর