শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা গিয়াস আটক

আপডেট: September 11, 2025 |
IMG 20250911 105111
print news

আজ মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা গিয়াস উদ্দিন কে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল মিরপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে।

শীর্ষ সন্ত্রাসী গিয়াস উদ্দিনের নামে হত্যা, বোমাবাজি, অগ্নিসংযোগ সহ ডিএমপির বিভিন্ন থানায় ৮/৯ টি মামলা রয়েছে।

মামলা সুত্রে জানা যায়, ছাত্র আন্দোলনে গিয়াসের নেতৃত্ব ছাত্র জনতার উপর হামলা চালায়। ৫ আগস্ট পরবর্তী সময়ে বোল পালটে কাফরুল এলাকার বিএনপি পন্তি আরেক সন্ত্রাসী নুরুল ইসলাম বাবু ওরফে লেংড়া বাবুর সাথে মিলে বিভিন্ন প্রতিস্তান দখল ও লোটপাটের ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সন্ত্রাসী গিয়াসের আটকের খবরে মিরপুরের রুপনগর আবাসিক এলাকাবাসী সস্তি প্রকাশ করে।

নাম প্রকাশ না করার শর্তে রুপনগর আবাসিক এলাকার একজন জানান, গিয়াস বাহিনী মিতালী হাউজিং এ একটি বাড়ি দখল করেছে এবং বাড়ীর মালিক কে এলাকা ছাড়া করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর