গাজীপুরে মার্কেটে আগুন, ১৭ দোকান পুড়ে ছাই

আপডেট: September 14, 2025 |
inbound1498860879649740538
print news

মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের চান্দনা এলাকায় একটি গেঞ্জি তৈরির মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের অন্তত ১৭টির মতো গেঞ্জি তৈরির

দোকান ও দোকানে থাকা মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, চন্দনা এলাকায় রফিক কাউন্সিলর টিনশেডের তৈরি একটি মার্কেটে আগুন লাগে।

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরের চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, খবর পেয়ে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর