ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

আপডেট: September 14, 2025 |
inbound4992155416899498724
print news

ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এক যুগ পেরিয়েছে। তবে বৈশ্বিক আসরে দুই দলের মুখোমুখি হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়নি। এবারের এশিয়া কাপের আগে ওই শঙ্কা জেকে বসে।

ভারতের পেহেলগাম অংশে পাকিস্তান থেকে হওয়া হামলার জেরে এশিয়া কাপ আয়োজন নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল।

এশিয়া কাপের ১৭তম আসরের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীর এই রোমাঞ্চকর লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হয়েছে।

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, আগা সালমান (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।

Share Now

এই বিভাগের আরও খবর