শাহজাদপুরে গলায় ফাস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা 

আপডেট: September 16, 2025 |
inbound1352068052016888189
print news

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে গলায় ফাঁস নিয়ে জামাল সরদার (৬০) নামে বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাতিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল সরদার বাতিয়ারপাড়া গ্রামের মৃত ধনি সরদারের মেঝ ছেলে।

এলাকাবাসী জানান,মঙ্গলবার ভোর ৫ টায় ফজরের নামাজ পড়ার জন্য বাহির থেকে অযু করে ঘরে ডুকে তার নিজ ঘরে আরার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

নিহতের স্ত্রীর চিৎকারে এলাকাবাসি  ছুটে আসে তার ঘরে ঢুকে দেখতে পায় জামাল সরদার আরার সাথে ঝুলছে।

এব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে  থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দ্বায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর