সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে বণিক সমবায় সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আপডেট: September 16, 2025 |
inbound1942830644269445351
print news

মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে নবাগত সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আতিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সারিয়াকান্দি বণিক সমবায় সমিতির লি: নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি বলেন, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রর্দশন, ভেজাল খাদ্যপণ্য বিক্রয় না করা, ওজন পরিমাপ যন্ত্রে ওজন কম না দেওয়া এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে না রাখা সহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা করেন তিনি।

শেষে সকল বণিক সমবায় সমিতির সদস্যদের সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি বণিক সমবায় সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুল, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল, সদস্য মুন্টু মিয়া,দুলাল মিয়া, সফিকুল ইসলাম প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর