বগুড়ায় গাঁজাসহ স্বামী- স্ত্রী গ্রেফতার

আপডেট: September 18, 2025 |
inbound3161181980684975493
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের হযরত শাহ শফি(রাঃ) মাজারের সামনে ফরহাদ এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ স্বামী- স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) বগুড়া।

১৭ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফরহাদ এন্টারপ্রাইজ নামক একটি বাস থামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়।

এসময় টিকিট বিহীন ছদ্মবেশী দুজন যাত্রীকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ি, নলডাাঙ্গা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী মোছাঃ মাহেলা বেগম।

এজাজার সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের একটি আভিযানিক দল উপপরিদর্শক মোঃ জাহিদুল আলমের নেতৃত্বে বুধবার বিকাল আনুমানিক ৫ টার সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা ফরহাদ এন্টারপ্রাইজ (ঢাকা-ব-১৫-১৭২৮) নম্বর একটি বাস থামিয়ে তল্লাশি করে ছদ্মবেশী দুই যাত্রীকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের উপপরিদর্শক মোঃ জাহিদুল আলম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৫ টার দিকে বগুড়ার সদর উপজেলার গোকুল এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের হযরত শাহ শফি(রাঃ) মাজারের সামনে গাইবান্ধা থেকে আগত ফরহাদ এন্টারপ্রাইজ নামের বাসটি সংকেতের মাধ্যমে দাঁড় করিয়ে তল্লাশি চালানোর সময় টিকিট বিহীন যাত্রী D-1 ও D-2 সিটে বসে থাকা ছদ্মবেশী দুইজন যাত্রীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাসের লকার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএমসি) বগুড়ার উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,গ্রেফতারকৃত আসামীরা স্বামী- স্ত্রী।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৬ সালের ৩৬ (১) সারণির ১৯ (খ) ও ৪১ ধারায় মামলা রুজু করে আজ বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর