আজ রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ

আপডেট: September 18, 2025 |
inbound2387144955041272314
print news

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। এসব কর্মসূচি ঘিরে নগরীর ব্যস্ত এলাকায় জনসমাগম ও যানজটের আশঙ্কা করা হচ্ছে।

দলগুলো জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, অতীত সরকারের জুলুম ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের নিষিদ্ধকরণসহ কয়েক দফা দাবি তুলেছে।

যদিও প্রতিটি দল ভিন্ন ভিন্নভাবে ৫ থেকে ৭ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তবে মূল দাবিগুলো অভিন্ন।

তিন দিনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকায় বিক্ষোভ হবে। আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা-উপজেলায় কর্মসূচি পালিত হবে।

আজকের কর্মসূচির সময়সূচি ও স্থান

জামায়াতে ইসলামী: বিকেল সাড়ে ৪টা, বায়তুল মোকাররম দক্ষিণ ফটকে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল। মিছিল শাহবাগ পর্যন্ত যেতে পারে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ: জোহর নামাজের পর, বায়তুল মোকাররম উত্তর প্রাঙ্গণে মিছিল। নেতৃত্বে থাকবেন নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বাংলাদেশ খেলাফত মজলিস (মামুনুল হক নেতৃত্বাধীন): আসর নামাজের পর, বায়তুল মোকাররম উত্তর ফটকে মিছিল।

খেলাফত মজলিস (আহমদ আবদুল কাদের নেতৃত্বাধীন): বিকেল ৩টা, জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ।

বাংলাদেশ খেলাফত আন্দোলন: একই সময়ে, একই স্থানে বিক্ষোভ।

নেজামে ইসলাম পার্টি: বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাব এলাকায় কর্মসূচি।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা): বিকেল সাড়ে ৪টা, বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল।

রাজধানীর কেন্দ্রস্থলে একযোগে সাত দলের বিক্ষোভে তীব্র যানজট তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে আজ ও আগামীকাল সকালে বিসিএস পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দলগুলো বিকেলে কর্মসূচি পালন করছে।

Share Now

এই বিভাগের আরও খবর