শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

আপডেট: September 18, 2025 |
inbound2681179076125677636
print news

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিচ্ছেন।

তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দিচ্ছেন।

বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্যগ্রহণে অংশ নেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।

এর আগে, ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে ৪:৩০ পর্যন্ত নাহিদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল তা পরবর্তী দিন পর্যন্ত মুলতবি করে।

আজ বিচারকাজ শুরু হওয়ার পর নাহিদ ইসলাম অবশিষ্ট সাক্ষ্য প্রদান করেন, এরপর তাকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৪৭ জনের জবানবন্দি নেওয়া হয়েছে। এর মধ্যে চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য অন্তর্ভুক্ত।

গত ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ৩৬ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। তিনি দাবি করেছেন, শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছিল এবং ক্ষমা চেয়েছেন।

মামলায় আনুষ্ঠানিক অভিযোগ ৮,৭৪৭ পৃষ্ঠার। এতে তথ্যসূত্র, জব্দতালিকা, দালিলিক প্রমাণাদি ও শহীদদের তালিকা অন্তর্ভুক্ত রয়েছে। মোট ৮১ জন সাক্ষী রয়েছেন। গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর