এমপিওভুক্ত শিক্ষকদের ৩ ভাতা বাড়াতে ৭৬৯ কোটি টাকা চেয়ে চিঠি


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য অতিরিক্ত ৭৬৯ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের কাছে এই প্রস্তাব পাঠান। দেশে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন।
প্রস্তাব অনুযায়ী—
মাসিক বাড়িভাড়া ভাতা ১,০০০ থেকে ২,০০০ টাকা করা হলে প্রয়োজন হবে ৪৫৬ কোটি ৮৯ লাখ টাকা।
চিকিৎসাভাতা ৫০০ থেকে ১,০০০ টাকা বাড়ালে বাড়তি লাগবে ২২৮ কোটি ৪৫ লাখ টাকা।
উৎসবভাতা ৫০% থেকে ৭৫% উন্নীত করলে খরচ হবে ৮৪ কোটি টাকা।
সব মিলিয়ে অতিরিক্ত অর্থের প্রয়োজন দাঁড়াবে ৭৬৯ কোটি ৩৪ লাখ টাকা।
চিঠিতে উল্লেখ করা হয়, এই ভাতা বৃদ্ধি শিক্ষকদের পেশাদারিত্ব ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি অতীতে অবকাঠামো উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়ার কারণে শিক্ষকদের জীবনযাত্রায় বৈষম্য তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন শিক্ষা উপদেষ্টা।
অর্থ মন্ত্রণালয়ের বাজেট বিভাগ জানায়, প্রস্তাবটি এখনো বিবেচনাধীন রয়েছে। প্রয়োজন হলে সংশোধিত বাজেটে এর সংস্থান রাখা হতে পারে।