বিসিএস পরীক্ষার্থীদেরকে স্যালাইন ও কলম বিতরণ করলেন হল সংসদ প্রতিনিধিরা

আপডেট: September 20, 2025 |
inbound5646157067983259703
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: ৪৭ তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য স্যালাইন, কলম এবং উৎসাহ দিতে চিরকুট বিতরণ করেছেন ১৩ নং হল সংসদে (সাবেক শেখ হাসিনা হল) প্রতিনিধিরা।

গতকাল ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাতটার দিকে ১৩ নং হলের সামনে হল সংসদে নির্বাচিত অন্যান্য প্রতিনিধিদের নিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন হলের নব– নির্বাচিত ভিপি নাহদাতুন হাসানা।

পরীক্ষার্থীদের জন্য খাবার স্যালাইন, লিখার সুবিধার্থে কলম এবং উৎসাহ দিতে চিরকুট লিখে বিতরণ করেন তারা। পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও শুভকামনা জানানোর উদ্দেশ্যেই এমন কাজ করেছেন বলে জানান তারা।

তাদের এমন কার্যক্রমের ব্যাপারে জানতে চাইলে ১৩ নং (ছাত্রী) হল সংসদের জিএস ‎মুহসিনা তুবা বলেন, আনুষ্ঠানিকভাবে ১৮ সেপ্টেম্বর থেকে আমরা হল সংসদের দায়িত্ব নিয়েছি শপথ গ্রহণের মধ্যদিয়ে।

এরপর প্রথম পদক্ষেপ আমাদের হলের বিসিএস পরীক্ষার্থী বোনদের মাঝে পরীক্ষার সকালে শুভকামনাস্বরূপ ছোট্ট একটা চিরকুট, কলম ও খাবার স্যালাইন বিতরণ।

আমরা যখন তাদের মাঝে বিতরণ করছিলাম, তারাও বেশ আনন্দের সাথে গ্রহণ করছিল। হল সংসদের একজন প্রতিনিধি হিসেবে এরকম উদ্যোগ নিতে পেরে আমি ব্যক্তিগতভাবে আনন্দিত। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

‎এ বিষয়ে হল সংসদের ভিপি নাহ্দাতুন হাসানা বলেন, শপথ পাঠ, দায়িত্ব গ্রহণের পর মিটিং শেষে প্রভোস্ট রুম থেকে বেরিয়েই টিমের সাথে আলোচনা করলাম, বিসিএস পরীক্ষার্থীদের জন্য কিছু একটা করা যায় কিনা। সময় অনেক কম ছিলো বিধায় অল্পের মধ্যে স্যালাইন, কলম কিনে নিলাম।

এরপর রাত জেগে চিরকুট লিখেছি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। আমাদের একমাত্র উদ্দেশ্য ছিলো পরীক্ষার্থীদের শুভকামনা বলা, সাহস দেওয়া।

উল্লেখ্য দীর্ঘ ৩৩ বছররে অচলায়তন কাটিয়ে গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর