বগুড়ার শিবগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ৩ ঘটিকায় উপজেলার হুদাবালা গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী ময়না বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘অর্থের লোভে আপন বোনের সংসারকে ধ্বংশ করার প্রচেষ্টার অভিযোগ শীর্ষক যে সংবাদটি বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন।
প্রকৃত সত্য এই যে আমার স্বামী সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। তার সম্মান ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রি মহল উঠে পড়ে লেগেছে।
আমার স্বামীর বাড়িতে শিমুলের শ্বশুর আমার স্বামীর ভগ্নিপতি মামুন ঘড় জামাই থাকতো এবং ২০ হাজার টাকা মাসিক বেতনে কেয়ারটেকার হিসেবে আমাদের যাবতীয় সবকিছু দেখাশুনা করতো।
সেই সুবাদে গুজিয়ায় আমাদের বহুতল ভবন নির্মানের সময় অর্থনৈতিক হিসাব চাইলে সে হিসাব দিতে পারে না।
পরবর্তীতে বিষয়টি নিয়ে একটি বৈঠক হয় এবং বৈঠকে হিসাব করে আমরা ১৮ লক্ষ টাকা তাদের নিকট পাওনা থাকে।
বৈঠকে সবার মতামতের ভিত্তিতে ৮ লক্ষ টাকা ছেড়ে দেয় এবং তারা ১০ লক্ষ টাকা আমাদের দেবে এমন সিদ্ধান্ত হয়।
তারা ৫ লক্ষ টাকা আমাদের দেয় বাকী ৫ লক্ষ টাকা না দিয়ে তারা আমাদের হুমকি ধামকি ও বিভিন্ন ভাবে হয়রানি করতে থাকে।
রাস্তায় শিমুলের স্ত্রী মাহফুজা, মা হেনাসহ আরো ৪-৫ জন গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। বিগত কয়েক বছর পূর্বে শিমুলকে আমার স্বামী বিদেশে নিয়ে যায় এবং আমার স্বামীর দোকানে কাজ দেয়।
তখন শিমুল অসদুপায় অবলম্বন করলে আমার স্বামী শিমুলকে কাজ থেকে বের করে দেয়। সেই ক্ষোভে শিমুল দেশে এসে তার শ্বশুর মামুনকে নিয়ে আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে।
এমতাবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনসহ সকলের নিকট অনুরোধ করব প্রকৃত সত্য উদঘাটন করে সঠিক ব্যবস্থাগ্রহনের জন্য জোড় দাবী জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন ছামাদ, আজিজুল, তানজিলা, বিলকিছ, মাসুদা, আমেনা প্রমুখ।