খোকসায় সুদমুক্ত সমিতি গঠন

আপডেট: September 20, 2025 |
inbound4209929113622443133
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় সুদমুক্ত সমিতি গঠন করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সমিতির খোকসা কার্যালয়ে পরামর্শ সভা এবং দশ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়।

ভ্রাতৃসমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এই সমিতির নামকরন করা হয়েছে “খোকসা ভ্রাতৃসমাজ সামাজিক ব্যবসা সমিতি”।

উক্ত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মোঃ নজরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সমাজকে সুদমুক্ত করতে এই সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা সবাই মিলে মানুষদের সুদ থেকে মুক্ত করতে চাই।

বর্তমানে বেশিরভাগ মানুষই সুদের সাথে সম্পৃক্ত। তাদের সুদমক্তির এই যাত্রা ইহকালে এবং পরকালেও সুফল বয়ে আনবে।

খোকসা ভ্রাতৃসমাজ সামাজিক ব্যবসা সমিতি’র ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাজিব হোসেন শাওন বলেন, বর্তমানে পুরো দেশটাই সুদের কবলে নিমজ্জ্বিত।

সুদের আশি প্রকার গুনাহের মধ্যে সর্বনি¤œ গুনাহ হলো মায়ের সাথে যেনা করার মত অপরাধ এছাড়াও সুদী কারবারিদের সাথে আল্লাহ এবং রাসুল যুদ্ধ ঘোষনা করেছেন।

তাই আমরা দেশকে সুদমুক্ত করতে চাই। এটা আমাদের ইমানী দায়িত্ব।

তিনি আরও বলেন, আমরা খোকসাতে কাজ করছি। খোকসা ছাড়াও কুষ্টিয়া সদর এবং ও রাজবাড়ীতেও আমাদের কার্যক্রম চলমান।

ধীরে ধীরে আমরা সারা বাংলাদেশ থেকে সুদ মুক্ত করবো ইনশাল্লাহ।

উক্ত কমিটিতে সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম এবং সেক্রেটারি পদে রাজিব হোসেন শাওন নাম প্রস্তাবনা করা হলে সবার সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

এছাড়াও উক্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, মোঃ আসাদুজ্জামান, লিমা পারভিন, ইসরাত জাহান, মোঃ লুৎফর রহমান, মোছাঃ শারমিন খাতুন, মোছাঃ আলেয়া খাতুন, মোঃ জাহিদ হাসান ও শামিম রেজা সবুজ।

উল্লেখ্য, ভ্রাতৃসমাজ উন্নয়ন সংস্থা ইসলামিক আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে সুদমুক্ত করণে বিশেষ ভূমিকা পালন করে আসছে।

দীর্ঘ তের বছর গবেষনা করে ইসলামিক আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করেছেন। তারই ধারাবাহিকতায় খোকসাতে গঠন করা হয়েছে “ খোকসা ভ্রাতৃসমাজ সামাজিক ব্যবসা সমিতি”।

Share Now

এই বিভাগের আরও খবর