জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

আপডেট: September 21, 2025 |
inbound7824077527649394259 1
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট জেলা ইউনিটের  উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাব অডিটোরিয়ামে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ এর উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট এর চেয়ারম্যান ও  জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আয়েশা সিদ্দিকা তাওহীদা, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মানিক, সদস্য ওমর আলী বাবু, নিয়ামুর রহমান নিবিড়,  ইউনিট লেভেল অফিসার শেখ আরিফ উজ্জামান, যুব প্রধান আরাফাত হোসেন প্রমুখ।

প্রশিক্ষণ প্রদান করবেন উপ সহকারী পরিচালক (ট্রেইনার) জিয়াউল হক জিয়া। প্রশিক্ষণ ২১ তারিখ হতে ২৪ তারিখ পর্যন্ত চলবে। রেড ক্রিসেন্ট এর ২৫ জন যুব স্বেচ্ছাসেবক এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর