আজ জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আপডেট: September 26, 2025 |
inbound3217117308519709868
print news

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সূচি অনুযায়ী, নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে এবং প্রধান উপদেষ্টা দিনের ১০ম বক্তা হিসেবে তার বক্তব্য পেশ করবেন।

২০২৪ সালের আগস্টে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর, দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, অধ্যাপক ইউনূস তার ভাষণে গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে জানাবেন।

একই সাথে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগগুলোও তার ভাষণে বিশেষভাবে গুরুত্ব পাবে।

প্রেসসচিবের ভাষ্যমতে, বিশ্ববাসীর কাছে মূল বার্তাটি হবে— আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের চতুর্থ দিনের সকালের পর্ব শুরু হবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর ভাষণের মধ্যে দিয়ে।

এরপর একে একে ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরফি, চীনের স্টেট কাউন্সিলের প্রধান লি কিয়াং, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিসের প্রধানমন্ত্রী রাফ গনজালভেজ, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লু ফ্রেইডেন, আয়ারল্যান্ডের টিশক (প্রধানমন্ত্রী পদমর্যাদার) মাইকেল মার্টিন, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোন্স মিসোতাকিস, মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা এবং ভুটানের প্রধানমন্ত্রী শেইরং তোবগে। এদের পরেই ইউনূসের ভাষণ দেওয়ার পর্ব নির্ধারিত রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর