শাহজাদপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল 

আপডেট: September 26, 2025 |
inbound2661436513848213323
print news

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলে শাহজাদপুর উপজেলার বিভিন্ন ইউনিটের জামায়াতের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে ‘নারায়ে তকবির, আল্লাহ আকবর ‘ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে থানারঘাট ব্রিজ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়ক হয়ে শক্তিপুর বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির ও সিরাজগঞ্জ-০৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান, সেক্রেটারি আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি মো: নজরুল ইসলাম ও এনায়েতপুর থানা সেক্রেটারি ডাঃ মোফাজ্জল হোসেনসহ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা অতিদ্রুত জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবির ভিত্তিতে নির্বাচনের আহবান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর