বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া


বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ শ্রমিক নিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া, যেখানে দেশের ক্রমবর্ধমান শ্রমশক্তির চাহিদা মেটানোর প্রয়োজন রয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ এই প্রস্তাব দেন।
প্রেসিডেন্ট বেগাজ বলেন, ‘আমাদের দেশে শ্রমশক্তির চাহিদা রয়েছে। ইতিমধ্যে কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশি কর্মী নিয়োগের আবেদন করেছে। দ্বিপক্ষীয় সহযোগিতা বিশেষত পর্যটন খাতেও সম্প্রসারিত হতে পারে। দক্ষিণ উপকূলকে সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হিসেবে আমরা বাংলাদেশের পর্যটকদের স্বাগত জানাই।’
প্রধান উপদেষ্টা ড. ইউনূস এই প্রস্তাবকে স্বাগত জানান এবং বাংলাদেশি শ্রমিকদের ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য আলবেনিয়া সরকারের প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য নয়াদিল্লি পর্যন্ত যেতে হয়।
প্রেসিডেন্ট বেগাজ জানান, বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এছাড়া উচ্চপর্যায়ের সরকারি সফর এবং প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশ চিকিৎসক, নার্স, কারখানা ও কৃষি খাতের কর্মীসহ বহুমুখী শ্রমশক্তি সরবরাহে সক্ষম। তিনি উল্লেখ করেন, এ ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর গুরুত্বপূর্ণ।
এছাড়া প্রেসিডেন্ট বেগাজ আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ সম্প্রসারণের প্রস্তুতি সম্পর্কে জানান।