আজও হতে পারে বৃষ্টি দেশের ২০ জেলায়

আপডেট: September 23, 2020 |
Boishakhinews 225
print news

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে কয়েকদিন ধরে দেশের প্রায় সব জেলাতেই বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারি বর্ষণেরও খবর মিলেছে।

এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের ২০টি অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। সেসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর