আখেরি চাহার শম্বা আজ

আপডেট: October 14, 2020 |
print news

আজ বুধবার আখেরি চাহার শম্বা। আজ থেকে এক হাজার ৪০০ বছর আগে হিজরি ২৩ সনের সফর মাসের শেষ বুধবার মহানবী হজরত মুহাম্মদ (সা.) দীর্ঘ রোগভোগের পর সুস্থ বোধ করেন। মুসলিম বিশ্ব দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করে।

২৩ হিজরির শুরুতে মহানবী (সা.) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নামাজে ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। ২৮ সফর মহানবী সুস্থ হয়ে ওঠেন। দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। ওই দিন শেষবারের মতো গোসল করে নামাজে ইমামতি করেন তিনি। তবে পরদিন আবার অসুস্থ হয়ে পড়েন। এর ১৫ দিন পর ১২ রবিউল আউয়াল ইন্তেকাল করেন তিনি।

ফারসি শব্দগুচ্ছ ‘আখেরি চাহার শম্বা’র বাংলা অর্থ ‘শেষ বুধবার’।

দিবসটি উপলক্ষে আজ বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বৈশাখী নিউজ/জেপা

Share Now

এই বিভাগের আরও খবর