মার্কিন ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থী বাইডেন: ট্রাম্প

আপডেট: October 29, 2020 |
print news

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের দিকে কথার তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প। ব্যাটেলগ্রাউন্ড অ্যারিজোনাতে আয়োজিত শেষ মুহূর্তের প্রচারণায় এক সমাবেশে তিনি বলেন, মার্কিন নির্বাচনের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থী জো বাইডেন।

এ সময় তিনি বলেন, বাইডেনকে ভোট দিলে এ অঞ্চলের অগ্রযাত্রা পিছিয়ে যাবে। ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে পাপেটের সাথে তুলনা করে ট্রাম্প বলেন, এমন প্রার্থীকে ভোট দেয়া হবে বড় ভুল।

রাজ্যে করোনা মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ করায় গভর্নর ডগ ডুসিয়ের প্রশংসা করেন ট্রাম্প। নিজের করোনার অভিজ্ঞতা নিয়ে ট্রাম্প বলেন, পরীক্ষামূলকভাবে অ্যান্টিবডি ককটেল গ্রহণ করার পর নিজেকে সুপারম্যান বলে মনে হচ্ছিলো।

অন্যদিকে, পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর প্রতিবাদ জানিয়েছেন জো বাইডেন। উইলমিংটনে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি।

ফিলাডেলফিয়াতে পুলিশের গুলিতে ওয়াল্টার ওয়ালেস নামের ২৭ বছরের এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানান। নির্বাচিত হলে এসব বন্ধ করার আশ্বাস দেন তিনি।

সাশ্রয়ী মূল্যের আইনের বিষয়ে বাইডেনকে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে বড় পরিকল্পনা রয়েছে। আর এসব বাস্তবায়নে রিপাবলিকানদেরও পাশে চান তিনি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর