ডেমরার মাতুয়াইলে লাইটার ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

আপডেট: November 6, 2020 |
print news

নয় ঘণ্টা পর রাজধানীর ডেমরার মাতুয়াইলে বাদশা মিয়া রোডে পাশা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের কর্মীরা নয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রবিন এ তথ‌্য নিশ্চিত করে বলেন, রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কেউই হতাহত হয়নি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ১০ তলা ওই ভবনে একটি লাইটার ফ্যাক্টরি ছিল। ষষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনের বিভিন্ন ফ্লোরে দাহ্য পদার্থ ছিলো। এ জন‌্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিলো না। পুরো ভবনে প্রবেশ ও বাহিরের জন্য একটি মাত্র সিঁড়ি ছিলো।

 

 

বৈশাখী নিউজ/ ফাজা

 

Share Now

এই বিভাগের আরও খবর