নেত্রকোনার খালিয়াজুরীতে এক যুবককে পিটিয়ে হত্যা

আপডেট: November 21, 2020 |
print news

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে গায়ে পানি ছিটানোকে কেন্দ্র করে শায়েস্তা মিয়া (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত যুবক চাকুয়া ইউনিয়নের বল্লি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।

আজ শনিবার বেলা ১১টায় উপজেলার লেপসিয়া ট্রলার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ট্রলারে করে বিভিন্ন গ্রাম থেকে শায়েস্তা মিয়া ও লেপসিয়া এলাকারই আশরাফুল মিয়াসহ অন্যান্য যাত্রীরা লেপসিয়া ঘাটে এসে নামেন। এসময় আশরাফুল মিয়ার কাছ থেকে পানির ছিটা লাগে শায়েস্তা মিয়ার গায়ে। এ নিয়ে বাজারে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়।

 

এরই একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন শায়েস্তা মিয়া। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে খালিয়াজুরী থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এদিকে আমরা আসামি ধরার চেষ্টা করছি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর