আজ দুদকের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট: November 21, 2020 |
print news

আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ।

২০০৪ সালের ২১ নভেম্বর দুর্নীতি দমন ব্যুরো থেকে এ কমিশনের যাত্রা শুরু হয়। দুদকের এ যাত্রায় এরই মধ্যে কমিশন গঠন ও পুনর্গঠিত হয়েছে পাঁচবার।

বিচারপতি সুলতান হোসেন খানের সমন্বয়ে গঠিত প্রথম কমিশনের যাত্রা। এরপর যথাক্রমে সাবেক সেনাপ্রধান হাসান মশহুদ চৌধুরী, গোলাম রহমান ও মো. বদিউজ্জামানের পরে ২০১৬ সালের ১০ মার্চ দায়িত্ব নেন বর্তমান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

ইকবাল মাহমুদের দায়িত্ব নেওয়ার পর পেরিয়ে গেছে সাড়ে চার বছর। মহামারি করোনার কারণে বড় ধরনের আয়োজন ছাড়াই ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। তবে গতানুগতিক অনুষ্ঠানের বাইরে স্বাস্থ্যবিধি মেনে নিজেদের আত্মসমালোচনামূলক অনুষ্ঠানের আয়োজন করছে সংস্থাটি।

এক পরিসংখ্যানে দেখা যায়, ২০১৫ সালে দুদকে দুর্নীতি-অনিয়ম সংক্রান্ত ১০ হাজার ৪১৫টি অভিযোগ জমা পড়ে। পাঁচ বছর পর ২০১৯ সালে সেই সংখ্যাটি দ্বিগুণ বেড়ে যায়। যার পরিমাণ হলো ২১ হাজার ৩৭১টি।

 

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর