পেলের রেকর্ড ভাঙার প্রহর গুনছেন মেসি

আপডেট: December 6, 2020 |
print news

ক্লাবের হয়ে আর মাত্র দুই গোল করলেই পেলের এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড ছুঁয়ে ফেলবেন লিওনেল মেসি। সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন পেলে। বার্সার হয়ে এই মুহূর্তে মেসির গোল ৬৪১।

ব্রাজিলের ক্লাবটিতে প্রায় ১৮ বছর কাটিয়েছিলেন পেলে। সেখানেই তিনি গড়েন এক ক্লাবের জার্সি গায়ে ৬৪৩ গোলের রেকর্ড। সান্তোসে ৮ মৌসুমে ৪০টিরও বেশি করে গোল দিয়েছিলেন পেলে। মেসি অবশ্য সেদিক থেকে একটু এগিয়ে। তিনি ১০ মৌসুমে ৪০টির বেশি করে গোল করেছেন।

পেলের এই রেকর্ড গোল স্কোর করতে খেলতে হয়েছিলো ৬৫৬ ম্যাচ। বিপরীতে মেসি এখন পর্যন্ত খেলেছেন ৬৭৮ ম্যাচ। আজ কাদিজের সাথে ম্যাচেই ৪৬ বছরের সেই রেকর্ড ভাঙ্গার জোড় সম্ভাবনা রয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর