তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত সাভাসোওগলু বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেছেন

আপডেট: December 23, 2020 |
print news

বাংলাদেশ সফরকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত সাভাসোওগলু বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেছেন। আজ বুধবার (২৩ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজরিত (আগের বাসস্থান) জাদুঘর পরিদর্শনে যান।

জাদুঘর পরিদর্শনকালে মেভলুত জাদুঘরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তাছাড়া জাদুঘরে থাকা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছবিগুলো সম্পর্কে জানার চেষ্টা করেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত সাবাসোওগলু দুই মুসলিম দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে দুই দিনের সফরে বাংলাদেশ আসেন। আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে এবং বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা করা হয়।

সূত্র : আনাদোলু এজেন্সি

 

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর