বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অভিনেতা আব্দুল কাদেরকে শেষ শ্রদ্ধা নিবেদন

আপডেট: December 26, 2020 |
print news

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরকে শেষ শ্রদ্ধা জানাতে দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাখা হবে তাঁর মরদেহ।

মিরপুরের বাসাসংলগ্ন মসজিদে জানাজা শেষে আজ শনিবার (২৬ ডিসেম্বর) বাদ জোহর মরদেহ সেখানে নেওয়া হবে বলে জানিয়েছেন আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেতা আব্দুল কাদের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন আবদুল কাদের। ক্যান্সার জটিল আকারে ছাড়িয়ে পড়েছিল সারা শরীরে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাঁকে গত ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরে অবস্থিত  সিএমসি হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁর রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় কেমোথেরাপি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন ভারতের চিকিৎসকরা।

পরে দেশে ফিরিয়ে এনে রাজধানীর এভারকেয়ার হাসপালে ভর্তি করা হয় কাদেরকে। সেখানে চলছিল তাঁর চিকিৎসা। আজ সকালে সব চিকিৎসার ঊর্ধ্বে চলে যান তিনি। নিভে যায় দারুণ উচ্ছ্বাসে ভরা এক প্রাণ।

বৈশাখী নিউজফাজা

 

Share Now

এই বিভাগের আরও খবর