‘আ.লীগে অনুপ্রবেশকারী ঢুকিয়ে অশান্তি সৃষ্টিই বিএনপির লক্ষ্য’

আপডেট: December 26, 2020 |
print news

বিএনপি দেশের উন্নয়নে খুশি নয় মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকিয়ে দিয়ে অশান্তি সৃষ্টি করাই বিএনপির লক্ষ্য।

শনিবার (২৬ ডিসেম্বর) রাজধানীতে তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এমন মন্তব্য করেন।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দলকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে তৃণমূলের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। করোনা মোকাবেলা নিয়ে প্রশান্তিতে থাকার সুযোগ নেই।

শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় সক্ষম হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে ওয়েবে মুক্তি পাওয়া ‘নবাব এলএলবি’ সিনেমা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ওয়েবে রিলিজ দেয়া সিনেমার ক্ষেত্রে কোন সেন্সর বোর্ড নেই। সিনেমাটি সেন্সর বোর্ড হয়ে যায়নি। একটি নীতিমালা প্রয়োজন সব কনটেন্ট প্রচারের জন্য। নীতিমালার জন্য কমিটি গঠন করা হয়েরিপছে। পত্র জারি করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর