ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল সাজাতে হিমশিম খাচ্ছে নির্বাচকরা

আপডেট: December 26, 2020 |

বিসিবি প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি ২০ কাপ দিয়ে ক্রিকেটারদের পরখ করে নিয়েছেন নির্বাচকরা।

তবুও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য দল সাজাতে বেগ পেতে হচ্ছে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারকে। একইসঙ্গে ভাবতে হচ্ছে করোনা নিয়েও। তবে নির্বাচকরা দল দাঁড় করিয়ে ফেলেছেন।

টেস্টে অভিজ্ঞদের ওপর আস্থা রেখেছেন তারা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘করোনার সময় অনেক হিসাব করতে হচ্ছে। দল সাজাতে হিমশিম খাচ্ছি।’ তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে সর্বশেষ পারফরম্যান্স তো আছেই। এর সঙ্গে করোনাকালীন অবস্থাও দেখতে হচ্ছে। ফিটনেস বিচার করতে হচ্ছে।’ মিনহাজুল বলেন, ‘ওয়ানডে ও টেস্ট আর দুটি প্রস্তুতি ম্যাচ মিলে চার দলের জন্য সর্বোচ্চ ৩৫-৩৬ জনকে নির্বাচন করতে চাই আমরা। কাজটি বেশ কঠিন। আমাদের এমনভাবে খেলোয়াড় নির্বাচন করতে হচ্ছে, যাতে ৩৫-৩৬ জনকে দিয়ে ওয়ানডে এবং টেস্ট স্কোয়াডের পাশাপাশি প্রস্তুতি ম্যাচের দল দুটিও নির্বাচন করা যায়।’

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর