ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ভারত

আপডেট: January 6, 2021 |

করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালার টুইটারের বক্তব্য উদ্ধৃতি দিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশন বলেছে, ‘আমরা ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধানের বক্তব্য দেখেছি। প্রতিবেশী বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই, কারণ ভারত বরাবরই তার প্রতিবেশীদের অগ্রাধিকার দিয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না। ‘

উল্লেখ্য মঙ্গলবার ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা টুইটারের জানিয়েছেন, ভারত থেকে সব দেশেই করোনা ভ্যাকসিন রপ্তানির অনুমতি দেওয়া আছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর